মাথাভাঙ্গা নদীর তীরে গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ।বর্তমানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের শিক্ষা,সংস্কৃতি,ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা মুক্তিযোদ্ধার চেতনাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বত্তায় আজও তৎপর।
ক) নাম– ১২নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ২৭.২৫(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ৩৪৫৬৩জন (জন্ম নিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ৯টি।
ঙ) মৌজার সংখ্যা–৬টি।
চ) হাট/বাজার সংখ্যা-৫টি।
ছ) বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ থেকে যোগাযোগ মাধ্যম সিএনজি/অটো/বাস/মিনিবাস/মটর সাইকেল/বাই সাইকেল।
জ) শিক্ষার হার– ৭৬%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,
মাধ্যমিক বিদ্যালয় ৬টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:১টি
মাদ্রাসা-৪টি।
কলেজ-১টি।
ঝ) দায়ীত্বরত চেয়ারম্যান–জনাব মোঃ খোয়াজ হোসেন।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-
১) মসজিদ- ৩৯টি।
২) ঈদগাহ্-১৪টি।
৩) কবরস্থান-১০টি।
৪) মন্দির- ১টি।
৫) শশ্মাণ- ১টি।
ট) মুক্তিযোদ্ধা বিষয়ক– গোয়ালগ্রাম ফরাজী পাড়া বধ্যভূমি।
ঠ) ইউনিয়ন পরিষদ স্থাপিত– ১০/১০/১৯৫৩ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ১০/০১/২০২২ইং
২) প্রথম সভার তারিখ– ১৬/০১/২০২২ইং
ঢ) গ্রাম সমূহের নাম-
ক্রমিক নং
|
গ্রামের নাম
|
১ | মধুগাড়ী |
২ | শেহালা |
৩ | গোয়ালগ্রাম |
৪ | শরিষাডুলি |
৫ | গুচ্ছগ্রাম |
৬ | দাইড়পাড়া |
৭ | বোয়ালিয়া |
৮ | নাটনাপাড়া |
৯ | কিশোরীনগর |
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।
৪) ইউডিসি উদ্দোক্তা - ২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস